আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শীতের রাতে, ভলভো বাসে,
উত্তরা থেকে ফার্মগেইটের দিকে,
আমার ঠিক সামনের সিটে সে।
সিটে বসবার কালে মন কেঁড়েছিল নাক,
এরপর মন ছুঁয়ে গেল ঠোঁট।
চোখেরই পানে দৃষ্টি দিয়ে, হয়ে গেলাম পাথর,
অসভ্যর মত শুধু দেখে গেলাম।
বিরক্ত হয়ে করছিল হুশ-হাশ,
শুধু একপানে চেয়ে থেকে করতে চেয়েছিল ক্লান্ত,
চোখটিকে করেছিল স্থির,
তবে পারেনি থামাতে ঠোঁটটি।
শব্দহীন তার ঠোঁটের চঞ্চলতা
প্রতি মূহুর্তে প্রমান করছিল আমার অসভ্যতা।
সিটের ফাকে, ওড়না জড়িয়েছিল আমার পায়ে,
পা দিয়ে ছুঁয়ে ছিলাম, যেন ছুঁয়েছি তাকে।
হাতে পেয়েছিলাম তার চুলের ছোয়া
যেন সে চুলে হল আমার মুখ ধোয়া।
তার প্রশস্ত গাল,
তার মার্বেল চোখ,
তার নরম ঠোঁট,
তার শুভ্র হাসি,
প্রান ভরে,
অনুভব করলাম সবই।
তবে অবশেষে,
কোন একদিনে,
মনে রবে একটি,
শুধু সেই নাকটি।
~রাত ৮.০০~
~ভলভো বাস (উত্তরা থেকে ফার্মগেইট পর্যন্ত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।