আমাদের কথা খুঁজে নিন

   

ক্রসফায়ার অবশ্যই হালাল..........



৭৭ সতাংশ আসামিই খালাস পায়। পুলিশের বার্ষিক সম্মেলনে তথ্য। কিছু রক্তপাত ছাড়া ভাল কিছু পাওয়া যায় না। যেমন ভাষা আন্দোলন, স্বাধীনতা ইত্যাদি। আমাদের দেশের বিচার ব্যাবস্থা থেকে ভাল কিছু পেতে হলেও মনে হয় কিছু রক্তপাতের প্রয়োজন।

যদিও কথাটি শুনতে খুবই খারাপ লাগছে। কিন্তু এই ছাড়া এর থেকে ভাল কিছু দেখতে পাচ্ছিনা। আমাদের দেশে ২০/৩০টি মামলা নিয়ে জেলে ঢুকার পরও জামিনে মুক্তি পাওয়া, মামলা থেকে খালাস পাওয়া, মামলা প্রত্যাহার করা কোন ব্যপারই না। এই সবই হয় কিছু অসাধু বিচারক আর এ্যাডভোকেট এর কারণে। কোন খুনিকে আদালত থেকে মুক্তি বা জামিন দেওয়া হলেও তার জন্য আদালকে জবাবদিহিতা করতে হয় না।

সব দোষ এসে পড়ে পুলিশের উপরে। পুলিশ কোন অপারাধীকে ধরে জেলে ঢুকায় আর আদালত থেকে জামিন নিয়ে এসে সেই অপরাধী আবার অপরাধ করতে থাকে। আর বলা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ব্যর্থতার কারনে এমন হচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতেই ক্রস ফায়ারের মতো বাজে জিনিসের উৎপত্তি। আপনি অপরাধীর থেকেও নিরাপদ থাকতে চাইবেন না আবার ক্রস ফায়ারকেও সর্মথন করবেন না এটা অন্তত এই দেশে এই মুহূর্তে অলিক চিন্তা।

যদিও ক্রস ফায়ার এই সমস্যার কোন সমাধান না তবে অবশ্যই অতি প্রয়োজনীয় একটি ব্যপার। আজ যদি ক্রস ফায়ার বন্ধ ঘোষনা করা হয় কাল থেকে অপরাধের মাত্রা হু হু করে বেড়ে যাবে তখন সেই দ্বায়ীত্ব কে নেবে? ক্রস ফায়ার বন্ধ করতে হলে প্রয়োজন আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন কিছু অসাধু বিচারক ও আইনজিবীকে ক্রস ফায়ারে দেয়া। এমন কিছু রক্তপাতই হয়তো পারে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।