আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধ করুন অনভিপ্রেত প্রোগ্রাম ও রেজিস্ট্রি সমস্যা

আপনি যদি জীবনে ক্যারিয়ার চান তবে লম্বা করে নি:শ্বাষও নেবেন না, কেননা তাতেই আপনি অন্যর চেয়ে পিছিয়ে পড়বেন।

আমি জানি অনেক পি.সি ইউজার নিজ পিসি স্পীড বাড়ানর জন্য অনেক কিছু করে থাকেন। অনেকের দেখা যায় ভাল কনফিগারেশনের পিসি নিয়েও মেইনটেন্যান্স এর ত্রুটি থাকার কারনে পিসি স্পীড কম থাকে। ফলে নেট ইউজ করতে গিয়ে বিপাকে পড়তে হয় এবং একটি ক্লিক দিয়ে অনেকক্ষন অপেক্ষা করতে হয়। আবার অনেকে দেখি স্টার্ট-রান এ গিয়ে temp, recent, ইত্যাদি কিছু লিখে থাকেন।

আপনার উদ্দেশ্য যদি হয় পিসির স্পীড বাড়ান তবে এক্ষুনি রান এ গিয়ে prefetch লিখুন এবং যা কিছু আছে সব ডিলিট করে দেন। প্রায় প্রতি ঘন্টায় এ কাজটি করে দেখেন। আশ্চর্য হবেন পিসির স্পীড দেখে। তাহলে ওসব temp,recent কিচ্ছুই লিখতে হবেনা কখনোই। কি বিশ্বাস হলোনা ? আচ্ছা একটি বার করেই দেখুন।

For your quary plz lig on to www.masummultimedia.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.