* আমি খুজে বেড়াই নিজেকে *
ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া নিষিদ্ধ করেছে সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া অসদাচরণ হিসাবে গণ্য করা হবে। শারীরিক শাস্তি প্রদানকারীদের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০, ১৯৭৪ সালের শিশু আইন অনুযায়ী জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।
পরিপত্রে আরো বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি শারীরিক শাস্তি প্রদানকারী শিক্ষকদের চিহ্নিত করে প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন।
এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর, অধিদপ্তর ও শিক্ষা বোর্ডসমূহের পরিদর্শকরা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় শারীরিক শাস্তি প্রদানের বিষয়টি পর্যবেক্ষণ করবেন এবং এ বিষয়ে পরিদর্শন প্রতিবেদনে তাদের মতামত উল্লে�খ করবেন।
স�প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি প্রদানের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরকার এই পদক্ষেপ নিল।
শিশু নির্যাতন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।