আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের একক পদক্ষেপ যথেষ্ট নয় : ওবামা

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত তুর্কি প্রধানমন্ত্রী তায়িপ এরাদোগান -এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা এসব কথা বলেন।
সম্মেলনে সিরিয়া বিষয়ে ওবামা অত্যন্ত সতর্কভাবে কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে একটি শান্তি সম্মেলন করা যাবে বলে তিনি আশা করছেন।
সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের একটি শহরে ভয়াবহ বোমা হামলায় অনেক মানুষ হতাহত হওয়ার জের ধরে সিরিয়ার বিষয়ে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এরদোগান ওবামাকে চাপ দেবেন বলেই ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সিরিয়ার সমস্যায় যুক্তরাষ্ট্রের আরো গভীরভাবে জড়িয়ে পড়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ওবামা।

প্রথম থেকেই বিভিন্ন যুক্তিতে সিরিয়ার সঙ্কটে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে পড়া এড়িয়ে যাচ্ছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তবে সিরিয়ার সঙ্কট সমাধানে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন দুই নেতা।
সম্মেলনে ওবামা বলেন, “আমাদের যা করতে হবে তা হলো ধারাবাহিকভাবে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। ”
‘সমস্যা সমাধানে সিরিয়ার সরকার ও বিরোধীদের আলোচনার টেবিলে আনতে হবে’ - এ বিষয়টির প্রয়োজনীয়তার ওপর দুই নেতাই জোর দেন।


গত দুই বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ গৃহযুদ্ধ মধ্যপ্রাচ্যের আপাত স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার পর্যাপ্ত হুমকি তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.