আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার বিরোধীদের আলোচনায় বসাতে কেরির দৌড়ঝাঁপ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সঙ্গে দেশটির বিরোধী পক্ষগুলোকে শান্তি আলোচনায় বসাতে ব্যাপক দৌড়ঝাঁপ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্যারিসে এক বৈঠকে কেরি ও 'ফ্রেন্ডস অব সিরিয়া'ভুক্ত ১০ দেশের মন্ত্রীরা চলতি মাসের শেষ দিকে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া শান্তি আলোচনায় যোগ দিতে বিরোধী ন্যাশনাল কোয়ালিশনকে রাজি করানোর চেষ্টা করবেন। ফলে সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘাত বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে প্যারিস বৈঠককে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন। শান্তি আলোচনার প্রশ্নে বিরোধী জোট দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। জোটের প্রধান অংশ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল বারবার বলে আসছে, অন্তর্বর্তী সরকারে আসাদের কোনো ভূমিকা না থাকার বিষয়টি নিশ্চিত করা না হলে তারা আলোচনায় যোগ দেবে না। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর ও ফ্রান্সের শীর্ষ কূটনীতিকরা সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন যে, বিদ্রোহীদের আলোচনায় বসাতে তারা চেষ্টা করবেন। এএফপি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.