আমাদের কথা খুঁজে নিন

   

'সিরিয়ার দুপক্ষের মুখোমুখি আলোচনা সফল হয়নি'

সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মুখোমুখি দু’দফা আলোচনা সফল হয়নি। এ কথা জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি।

জেনেভায় দু’পক্ষকে দু’দফা বৈঠকে বসানো সম্ভব হলেও এসব আলোচনা থেকে বড় কিছু অর্জন করা যায়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, সিরিয়ায় তিন বছর আগে সহিংসতা শুরুর পর আজ (শনিবার) সকালে প্রথমবারের মতো দু’পক্ষ এক সংক্ষিপ্ত বৈঠক করে। আধা ঘণ্টা বৈঠকের পর লাখদার ব্রাহিমি জানান বিকেলে আবার তারা বৈঠকে বসবেন। দু’দফায় তারা তিন ঘণ্টা আলোচনা করেছেন। এসব বৈঠক সফল না হলেও ব্রাহিমি বলেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং আগামীকাল রবিবারও তা চলবে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.