আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার কুসাইর নিয়ে উদ্বিগ্ন রেডক্রস

বিবিসি’র খবরে বলা হয়, কুসাইরে সরকার-পন্থি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলতে থাকাঢ শহরটিতে হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের জরুরি ভিত্তিতে খাবার, পানি এবং চিকিৎসা সহায়তা প্রয়োজন। সিরিয়ার সরকারবিরোধী এক আন্দোলনকর্মী শুক্রবার বিবিসি’কে জানান, কুসাইরে এখনো আটকা পড়ে আছে প্রায় ৩০ হাজার নাগরিক। এই শহরটি লেবাননের সীমান্তবর্তী। কুসাইরের বিদ্রোহী নিয়ন্ত্রত অংশগুলো বন্ধ করে দিয়েছে সরকারি বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধারা।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বিবৃতিতে বলেছে, কুসাইরে বেসামরিক নাগরিকদের আটকা পড়ার খবরে তারা উদ্বিগ্ন এবং অবিলম্বে তাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে সেখানে যেতে তারা প্রস্তুত। ওই অঞ্চলে আইসিআরসি’র অভিযান পরিচালনা প্রধান রবার্ট মার্দিনি বলেন, লড়াই চলতে থাকায় বেসামরিক নাগরিক এবং আহতদেরকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে। জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকেও অধিবাসীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য লড়াইরত পক্ষগুলোর কাছে আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষণাপত্রেও কুসাইর পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু শহরটিতেসরকারি সেনাদের অভিযানের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাব ইতোমধ্যেই রুখে দিয়েছে রাশিয়া।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ব্রিটেন এ প্রস্তাব আনার উদ্যোগ নিয়েছিল এবং এ জন্য প্রস্তাবের খসড়া সদস্য দেশগুলোর মাঝে বিতরণও করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.