আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার গৃহ যুদ্ধ নতুন মোড় নিচ্ছে?

ঈশ্বরই সেই মানুষের অবস্থার তখনই পরিবর্তন করেন যখন সে নিজে তাঁর অবস্থার পরিবর্তন করে।

এম বি ফয়েজ। । ১৫ ডিসেম্বর: সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এর জের ধরে এবার খুন হয়েছেন কথিত ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ’র মহাসচিব আম্মার আল-ওয়াভি।

সিরিয়ার তাকফিরি বিদ্রোহীরা তার গলা কেটে হত্যা করেছে। আম্মার নিজে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল-আবাবিল ব্রিগেডের কমান্ডার ছিলেন। তুরস্ক থেকে তিনদিন আগে সিরিয়ার মাটিতে আসার পর আম্মার এবং তার একজন সঙ্গীকে আটক করে তাকফিরি সন্ত্রাসীরা। এরপর শনিবার তাদেরকে হত্যা করা হয়। গত বুধবার মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছিল- ইসলামিক ফ্রন্টের সন্ত্রাসীরা এফএসএ’র সদরদপ্তর দখল করে নেয়ার পর এর কমান্ডার জনারেল সেলিম ইদ্রিস তুরস্কে পালিয়ে যেতে বাধ্য হন।

এরপর জেনারেল ইদ্রিস গত ৮ নভেম্বর তুরস্ক থেকে কাতারে পালিয়ে গেছেন। তাকফিরি সন্ত্রাসীরা তুর্কি সীমান্তের কাছে আতমেহ শহরে এফএসএ’র বেশকিছু ঘাঁটি দখল করে নিয়েছে। এসব ঘাঁটিতে প্রচুর অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল। এছাড়া, কথিত এই ইসলামিক ফ্রন্ট তুর্কি সীমান্তবর্তী বাব-আল শহরের একটি ক্রসিং পয়েন্টের দখল নিয়েছে। আগে ক্রসিং পয়েন্টটি এফএসএ’র নিয়ন্ত্রণে ছিল।

তথ্যঃ তেহরান বাংলা রেডিও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.