রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না। রুশ টেলিভিশন চ্যানেল এনটিভি’র একটি সাপ্তাহিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
ল্যাভরভ জানান, 'আমরা বিদ্রোহীদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছি এবং একটি নীতি-আদর্শের কারণে অন্যদেরকেও তাদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছি।'
তিনি আরও বলেন, 'সিরিয়ার বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসীদের চরমপন্থা নিয়ে শুধু আমরাই উদ্বিগ্ন নই বরং শিল্পোন্নত আট দেশের সবাই উদ্বিগ্ন।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।