যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৈঠক সিরিয়া বিষয়ে করেছেন। এ বৈঠক আজ শুক্রবারও অব্যাহত থাকবে।
এই বৈঠকের আগে জন কেরি সিরিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন রাসায়নিক অস্ত্র হস্তান্তরের পরিকল্পনার বিষয়টি কোন ধরনের খেলা নয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে কেরি বলেছেন, অস্ত্র সমর্পণের ব্যাপারে সিরিয়াকে আন্তরিক হতে হবে।
আর সের্গেই লাভরভ বলেছেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্র সম্ভারের হস্তান্তরের এই উদ্যোগের ফলে সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানেরও আর প্রয়োজন পড়বেনা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেনেভায় সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূতের সাথেও বৈঠক করেছেন।
অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন যে ,তারা আশা করছেন সিরিয়ায় সামরিক অভিযান ঠেকাতে তাদের এই পরিকল্পনা কাজ করবে।
জন কেরি সিরিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, পুরো বিশ্ব দেখছে যে আসাদ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সিরিয়ার রাসায়নিক অস্ত্র সমর্পণের বিষয়ে যে কথা দিয়েছে তা রক্ষা করে কিনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।