আমাদের কথা খুঁজে নিন

   

অনাহূত আমরা

আমি কাজ খুব ভালোবাসি। কাজ আমাকে আকৃষ্ট করে। আর তাইতো আমি ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে কাজের দিকে শুধু তাকিয়েই থাকি।

আমরা কি আমাদের ক্যম্পাসে অনাহূত ? তারা লেলিয়ে দিলো তাদের পোষা কুত্তা গুলো। আমরা শান্তি চেয়ে ছিলাম ।

বলেছিলাম তাদের চুরির কথা, সবচে বড় বাজেট পেয়েও বেতন-ফী বাড়ানোর কথা, পেট মোটা, নামধারী শিক্ষকদের দূ্র্নীতির কথা। না, তারা শুনতে চায়নি- না, তারা কখনোই শান্তি চায়নি। তারা লেলিয়ে দিলো বুট পরা কুত্তা গুলোকে। কলুষিত হলো আমার ক্যম্পাসের পবিত্র মাটি। হে ক্যম্পাস, তুমি ক্ষমা করো।

আমরা তো্মার মাটির পবিত্রতা রক্ষা করতে পারিনি। তোমার সন্তানদের পেটালো তারা, যারা এসেছিল তোমার রক্ষকদের চোখের ইশারাতে, হাতে ইয়া মোটা লাঠি,কাধেঁ বন্দুক নিয়ে। পেটালো তারা নির্মম ভাবে, আমাদের। শামসুননাহার হলের সেই মেয়েটার ছবি, এখনো চোখে ভাসে। কি করেছিল সে ? বলেছিল তার নিম্ন মধ্যবিত্ততার কথা, উচ্চ স্বরে।

মানুষধারী কুত্তা গুলো পেটাল তাকে নির্মম ভাবে। আরও অগণন আহতের মাঝে, কেবল তার ছবিটাই ভাসে। কি করেছিলাম আমরা ? আমরা কউকে খুন করিনি, আমরা কউকে গুম করিনি। তবে কি আমরা প্রতিবাদের ভাষায়, তোর বাড়া ভাতে ছাই দিয়ে ছিলাম, ভিসি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।