আমাদের কথা খুঁজে নিন

   

অনাহূত আমি



আজ চাঁদটা ছিল মেঘের আড়ালে, আমি কষ্টগুলো লুকিয়েছি মনের অন্তরালে। ভেবেছিলাম; পেয়েছি পূ্র্ণ অধিকার-- একাত্মতাতেও যে অনধিকার প্রয়োজন, তা জানা ছিল কার? অন্ধকারে হেঁটে চলেছি ক্রমাগত-- অনাহূত জীবন অনাগত, দেখি ব্যর্থতার ছবি অবিরত। ভেবেছিলাম; আমি অবিচ্ছেদ্য অংশ-- কে জানত আমি অবান্ছনীয় অপভ্রংশ? চমকিত আমি, ভীত চোখে তাকাই চারপাশে-- তোমার আশে, দেখি তুমি ছেড়ে চলে গেছ অনায়াসে। এখনও হাঁটি আমি পথে পথে, একাকী; নিঃসঙ্গ, যেন সীমাহীন আকাশে উড়ছি, কিংকর্তব্যবিমূঢ় বিহঙ্গ। কারণ ভয় পাই-- অধিকারের ভূ-খন্ডে যদি না দাঁও ঠাঁই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।