আমাদের কথা খুঁজে নিন

   

অনাহূত মানুষ এর ফালতু কথা

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

মানুষ ছিলাম, আমিও না কি মানুষ ছিলাম আমারও ছিল দুধগন্ধী শৈশব, অস্থিরতার কৈশোর তারুণ্যের উঠতি হাওয়ায় গুলতানির অষ্টপ্রহর! কখন ছিল? আমি স্মৃতি হাতড়ে বেড়াই। ঘোর বর্ষায় জমকালো বৃষ্টিতে, চমকানো বিদ্যুতে আমারও কখনো ভাগ ছিল, তা খুঁজতে আমি এখন মনের পথে পিছু হাঁটি- মন বলে কাষ্ঠ হেসে, "ধুর বোকা, দিন চলে কি স্মুতির তাপে নিজেকে সেঁকে? তোর মনে এখন জীবিকার জিয়ন কাঠি, তুই এখন সংসারী, টেনে যাবি ঘানি তোর চলবে যখন তখন যত্রতত্র তলব তুই জানিস না সংসার মানে জোড়া বলদ!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।