তাশফী মাহমুদ
বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনসহ তিন শীর্ষ নেতার বিরুদ্ধে আজ বুধবার চট্টগ্রামের একটি আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় তাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। মামলাটি আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে শুনানির পর কাল বৃহস্পতিবার বিচারিক হাকিম আদেশ দেবেন।
আদালত সূত্র জানায়, বিএনপির মহাসচিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী আদালতে মামলাটি করেন।
বাদীর কৌঁসুলি দীর্ঘতম বড়ুয়া প্রথম আলোকে জানান, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি আয়োজিত সমাবেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির এ তিন নেতা প্রধানমন্ত্রীকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দেন। তিনি আরও বলেন, ‘তাঁদের বক্তব্যে প্রধানমন্ত্রীর জীবন নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার মক্কেল মামলাটি করেছেন।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।