আমাদের কথা খুঁজে নিন

   

মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতাদের গ্রেফতার অবৈধ: এডভোকেট আনিসুল হক

প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়

মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের ৪ নেতাকে গ্রেফতার দেখানো আইন অনুযায়ী হয়নি বলে মনে করেন সিনিয়র আইনজীবী বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশুলী এডভোকেট আনিসুল হক। সোমবার বিকেল পৌনে ৪টায় সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ এ্যাক্ট ৭৩ অনুযায়ী কাউকে গ্রেফতার দেখানোর আগে অভিযোগ গঠন করতে হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। এ কারণে মানবতা বিরোধী অপরাধে তাদের গ্রেফতার দেখানো সম্পূর্ণ অবৈধ।

তিনি বলেন, ট্রাইব্যুনাল চার্জ গঠন করলেই তখন গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে। এর আগে নয়। তবে জামায়াতের শীর্ষ ৪ নেতাকে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার দেখানো বৈধ। কিন্তু ট্রাইব্যুনাল সেকশন ১১-এর ৫ অনুচ্ছেদ অনুযায়ী তাদের গ্রেফতার দেখানো ঠিক হয়নি। তিনি আরও বলেন, প্রত্যেক বাঙালিই যুদ্ধাপরাধের বিচার চায়।

কিন্তু বিচারের নামে প্রহসন কেউ দেখতে চায় না। আইনের বিধান ঠিক রেখেই বিচার হওয়া উচিত। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।