"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
তুমি চাইলেই
তুমি চাইলেই-
আবারো ফিরে আসতে পারি
এই অভিশপ্ত নগরীর অবরুদ্ধ কারাগারে।
তুমি চাইলেই-
আবারো নিজেকে শৃঙ্খলিত করতে পারি
অনাদার, অবহেলা আর অবজ্ঞার প্রকোষ্ঠে।
তুমি চাইলেই-
আবারো ম্লোগানে মুখরিত হতে পারি ব্যস্ত রাজপথে,
ডিঙাতে পারি কাঁটাতারের ব্যরিকেড প্রবল হুংকারে।
তুমি চাইলেই-
আবারো দেয়ালে পোস্টার লাগাতে পারি রাতের আঁধারে,
জ্বালাতে পারি কুশপুত্তুলিকা স্বৈরাচারী শাসকের।
তুমি চাইলেই-
নির্দ্বিধায় তপ্ত বুলেটের জন্য জায়গা করে দিতে পারি হৃদয়ে,
রাঙাতে পারি আরেকটি ফাগুন কৃষ্ণচূড়া আর পলাশে।
তুমি চাইলেই-
মন্ত্রমুগ্ধের মতো জেগে উঠতে পারি ঘুমের আবেশ কাটিয়ে,
শহীদ হতে পারি শুধু তোমাকেই ভালবেসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।