আমাদের কথা খুঁজে নিন

   

চাইলেই পারি . . . . . .

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

হর-হামেশা আসতে পারি- তোমার কাছে। একটি দুপুর স্বপ্ননীলে মেঘের ভেলায় ভাসতে পারি- মনের মাঝে। একটু খানি অভয় দিলে দু'হাত দিয়ে টানতে পারি বুকের খাঁজে। একটি ফুলের সুবাস নিতে মুখখানি তাই ঢাকতে পারি চুলের ভাঁজে। একটি বিকেল সন্ধ্যা হলে অন্য কিছুও চাইতে পারি- ঈষৎ লাজে। একটু বেশি মাতাল হয়ে হয়ত দু'জন নাইতে পারি- দেহের আঁচে। হর-হামেশা আসতে পারি- তোমার কাছে। অন্যরকম কষ্ট নিয়েই তোমায় ভালো বাসতে পারি- সকাল সাঁজে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.