একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
তুমি চাইলেই দিতে পারি
আকাশে উডাল, কয়েক ঘন্টা
কাটিয়ে আসবো, মেঘের ছটায় ;
ঘুড়ির লেজ ধরে দু'পাক খেয়ে,
উড়ন্ত পাখির সাথে
হাই হ্যালো হবে ।
তুমি চাইলেই স্বপ্নাহত বেদনারা
মুখে কথা কবে ।
বৈকালিক আড্ডায় আরও
রঙের আচড় ; মেজাজ বর্ণীল হবে
যদি তুমি চাও ।
তুমি চাইলেই ডুব দেব
ভাঁসবনা আর,
হেসে খেলে চলছলে,
বিরহী ফাগুনে জমবে
ফুলের জমায়েত ।
তুমাকে ছুঁয়ে যাবে
ধ্রুপদী সুনীল !
একবার বল আমি উড়াল দেব,
পৃথিবীতে আর নয়,
আকাশে বাধবো ঘর, পন্ম ফোঁটা
দুপুরে হবো,
কবিতার মিল ।
লিখন
জুন-২৯.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।