নিজের স্বভাবের পুরো উল্টো ব্যাপার এই বাসায় বসে থাকা কিছু না করে.. তাই সময় কাটাতে পড়ছি না, হেন জিনিস নেই। এমনিতেই আমার কৌতুহল বেশি, মানে পৃথিবীর সব বিষয়েই আমার কৌতুহল, সব আমার জানতে ইচ্ছা করে। ইদানিং সময় পেলেই গুগ্লিং করি। বিচিত্র সব ব্যাপার বেরিয়ে আসে এবং আমি মহা আনন্দে পড়তে থাকি। অথচ, তার পরের দিন হয়তো সেই বিষয়টাতে আর মনই বসে না।
অতঃপর নতুন কিছুর খোঁজ। আর এসবের সাথে তো আছেই বিচিত্র সব আইডিয়া, বিচিত্র কিছু করার ইচ্ছা। অনেকের নাকি শুনি সহজে কোনকিছু করতে সাহস করে না, মানে, মনে করে যে যদি না পারি। এটা একটা সমস্যা। তবে, আমার সমস্যা আরো ভয়াবহ।
আমার ধারনা, আমি চাইলেই সবকিছু পারবো। এখনই এসে যদি কেউ আমাকে বলে, প্লেন চালাতে পারবে? আমি বলবো, শেখার সুযোগ করে দাও। তো, এধরনের সমস্যা যাদের থাকে, তাদের কঠিন বিপদ। সবই তো পারি, কিন্তু করবো কোনটা? তার উপর আবার যদি সবকিছু করতে হয় নিজ বুদ্ধিতে, মেনটর বলতে যা বোঝায়, তা এযুগে তা কোথায়?? এযুগে সবাই সবকিছু বোঝে। জানার, জানানোর লক্ষ পথ খোলা।
সবাই বোঝে যে, যা করতে হবে, করতে হবে ঝটপট। কেবল আমিই আড্ডা পেলে, ঘুরতে পেলে আর ঘুমাতে পেলে কিছুই চাইনা। যে বিষয় নিয়ে পড়াশুনা করেছি, এখন তার রমরমা যুগ। বিশ্ববিদ্যালয়ে একটু মনোযোগী হলেই, এমনকি পাশ করার পরেও একটু চেষ্টা করলে ভাল, মানে সবাই যাকে ভাল বলে তেমন, চাকরি জোটানো অসম্ভব ছিলো না। কিন্তু, ওই যে, সব কিছুই করতে পারি।
বেছে বেছে এমন একটা কাজ খুঁজে নিলাম যেটা নিজের শিক্ষাগত যোগ্যতা থেকে হাজার মাইল দূরে, কিন্তু আড্ডা দেবার , বই পড়ার আর সকালের ঘুম নষ্ট না করার সুযোগ আছে। আর কি চাই?
উচ্চাকাঙ্খা আমার কখনোই ছিলো না বললে ভুল হবে, বলা ভাল লক্ষ স্থির ছিলো না কখনোই। এমনকি এখনো..........। গত কয়েক মাস ধরে ভাবছি, যা করছিলাম, তাই কি করবো? নাকি নতুন করে কিছু শুরু করবো? বয়স হয়ে গেছে অনেক। সরকারি বা ব্যাংক জাতীয় কাজে যাবার আর সুযোগ নেই।
বাচোঁয়া। যত সুযোগ কমবে, ততই কিছু করতে পারার সম্ভাবনা বাড়বে।
এখন আপাতত কি করবো, মানে কি হবো, তাই ভাবছি। ভীষন কঠিন কাজ। কারন, এবার যা করবো, তা মন দিয়ে করবো।
যা হবো, আর অন্য কিছু হতে চাইবো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।