চক্ষুষ্মানেরাও কালো পর্দার আড়ালে সরে গিয়ে দেখছিল
মানুষের বিবর্তিত হাত, পা ও জননেন্দ্রীয়
ঈপ্সা ও ঈর্ষার কোলাহল।
ভবিতব্যের রহস্য থেকে উত্থিত ধোঁয়াসা কেটে যাবার পর
যারা প্রজ্ঞা ও নৃতত্ত্বের কাছে আশ্রয় নিয়েছিল
তারাই আমাদের বলেছিল- এটাই ধুলোহীন পথ।
আমরা কার্বনগ্যাসের ধোঁয়া সরিয়ে যখন বেরিয়ে এলাম
তখনই দেখতে পেলাম শুধু চক্ষুষ্মানই নয়
অন্ধরাও দাঁড়িয়েছে ধূসর জলে
এ যেন সারামাগোর অন্ধত্বের মতো শাদা এবং সংক্রামক
পাঁকের ভেতর আটকে আছে পা
কিছুই দৃশ্যমান নয়-শাদা কি কালো অন্ধত্বের
রাশ ক্রমশ বিস্তারিত-আমাদের চৌহদ্দি ছাড়িয়ে ক্রমাগ্রসরমান।
আমাদের দৃশ্যমানতা
অদেখা সেলুলয়েডের ছবির মতো
প্রায়ান্ধ কি অন্ধ চোখের থেকে শুধু সরে সরে যায়।
(দৈনিক সমকাল (কালের খেয়া) ৩০ জুলাই ২০১০-এ প্রকাশিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।