শাদা শাড়ীর কাফন
জোছনা জাগা চাঁদনী রাতে
অথবা কোন ফাগুনের প্রাতে,
নির্ঘুম রাত - বাতায়ন পাশে
ভাবছ বসে একা একা --
অচেনা কেউ চুপটি বসে
মরন মাল্য জড়ালো হেসে,
দূর শহরের বাতায়ন পাশে -
হৃদয় হারা পাষানীকে ভালবেসে।
একটি প্রানের যবনিকাপাত,
ভালবাসার এক নির্মম আঘাত;
ভেজা আখিঁতে বেদনা নিয়ে,
তোমার পথের পানেতে চেয়ে,
বুকের মাঝেতে করল লালন --
তোমার শাদা শাড়ীতে ওগো
হয় যেন তার কাফন ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।