© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
সম্প্রতি বাংলাদেশের নাগরিকরা নিজেদেরকে বাংলাদেশি বলার অধিকার হারিয়েছেন। আমরা হঠাৎ করে অফিসিয়ালি বাঙালি হয়ে গেলাম এবং বাংলাদেশি বলে কোন জাতির অস্তিত্ব আর রইলো না। ভারতীয় বাঙালি আর বাংলাদেশের বাঙালি মিলে এখন তৈরি হলো নতুন এক জাতীয়তা। ভারতীয় বাঙালিদের সাথে বাংলাদেশ নামক ভূ-খন্ডের মানুষদের এক করতে পেরে আওয়ামীলীগ ও তাদের সমর্থকরা তৃপ্তির ঢেকুর তুললেও তারা বুঝতে পারছেন না যে বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মের মনে তারা কি প্রশ্ন তৈরি হওয়ার অবকাশ সৃষ্টি করে যাচ্ছেন। বিষয়টা আরেকটু খোলাসা করি-
এই দেশে জাতীয়তার পাশাপাশি জাতির জনক নিয়েও একটা বিশাল রকমের বিতর্ক রয়েছে।
যদিও সরকার আইন করে জাতির জনক সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা অনেকটা নিষিদ্ধের মত করে দিয়েছে তথাপিও এই বিতর্ক অনাদীকাল পর্যন্ত চলতে থাকবে। আর সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশের ভবিষ্যত নাগরিকরা যারা বাংলাদেশি বলে কোন জাতির অস্তিত্ব খুঁজে পাবে না তারা কেঁচো খুড়তে সাপ বের করে ফেলতে পারে।
বিষয়টা কেমন হতে পারে তার একটা সরল চিত্র তৈরি করি-
২০৮০ সাল, রিশান আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে একটা আর্টিকেল পড়ে বেশ এক্সাইটেড। নিজে বাঙালি হলেও বাঙালির ইতিহাস রিশান ঠিক ঠিক মত জানে না। হাই স্পিড কমিউনিকেশন প্রযুক্তির সাহায্য নিয়ে নিমিষেই সে বাঙালি জাতির ইতিহাস সমর্পর্কিত গোটা দশেক বই ও তথ্যপাতা ডাউনলোড করে ফেললো।
৩ মাস পর
রিশান খুবই কনফিউজড। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর বাবা এমনকি দাদাও বাঙালি ছিলো, এই তথ্যটা তাকে বিভ্রান্ত করে দিয়েছে। যে ব্যক্তি জন্মের আগেই বাঙালি নামক একটা জাতির অস্তিত্ব ছিলো সেই জাতির জনক তিনি কিভাবে হলেন সেটাই তার মাথায় ঢুকছে না। রিশান আরো অবাক হলো ১৯৭১ এ মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন কোন জাতির অস্তিত্ব তৈরি হতে না দেখে। ১৯৭১ নিয়ে রিশান এবার সার্চ করবে ঠিক করেছে...
--
বেচারা রিশান... বাংলাদেশি জাতিয়তাবাদ বলে কোন কিছুর অস্তিত্ব পেলে হয়তো সে হয়তো নিজেকে কিছুটা হলেও প্রবোধ দিতে পারতো।
বাংলাদেশি নামক কোন জাতির অস্তত্ব সম্পর্কে ততদিনে সকল ডাটাবেস ও বই-পুস্তক থেকে মুছে ফেলা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।