এ এক আশ্চর্য সময়... যখন আশ্চর্য বলে কিছু নেই...
হিমু, হুমায়ূন আহমেদ এর সৃষ্ট অসম্ভব জনপ্রিয় একটা চরিত্র। আমি অনেক বার ভেবেছি, এই চরিত্রটি বাংলাদেশ এর পাঠক সমাজে এত সমাদৃত হল কি করে? ভেবেচিন্তে কয়েকটা কারন বের করেছি। যেমন,
১- হিমু কোন কাজ করেনা... বাঙালি কর্মবিমুখ জাতি। আলস্য ও আড্ডার প্রতি তার সীমাহীন আগ্রহ। কাজেই হিমু তার জন্য একটা আদর্শ চরিত্র হতেই পারে।
২- হিমুর কিছু অলৌকিক ক্ষমতা আছে... বাঙালি এখনও যথেষ্ট কুসংস্কারে বিশ্বাস করে। পীর বাবাদের ব্যাবসা এখনও এদেশে রমরমা। মানুষ এখনও এদেশে সাইদি কে চাঁদে দেখে। কাজেই হিমুর পীরত্ব বা তথাকথিত মহাপুরুষত্ব মানুষকে আকর্ষণ করেছে।
৩- হিমুর প্রেমিকা রূপা... বাঙ্গালির কোষে কোষে পুরুষতান্ত্রিকতার বীজ খুব প্রবল ভাবেই বিদ্যমান।
একটি ধনী পরিবারের পরমাসুন্দরী কন্যা তার প্রতীক্ষায় প্রহর গুনবে, কিন্তু সে ইচ্ছে হলে কথা বলবে বা দেখা করবে, এরকম প্রভুত্ব হিমু সবসময়েই দেখিয়েছে। যদিও হিমু বিপদে পড়লে অবশ্যই সেই মেয়ে তার সকল নারীত্ব নিয়ে এগিয়ে এসেছে।
৪- হিমুর ক্ষমতা প্রদর্শনী... power exercise আমাদের এখানে খুব জনপ্রিয় একটা ব্যাপার। যে ক্ষমতা দেখায় সেও সুখে থাকে, যারা ক্ষমতার চাপে থাকে তারাও সেই ক্ষমতা প্রদর্শনকারীকে hero ভেবে লাফাতে থাকে। হিমুর ক্ষমতা অসাধারন।
কেউ তার কিছু ক্ষতি করলে সে মহাবিপদে পড়ে যায়, সে যেভাবেই হোক।
৫- হিমুর বিভ্রান্তি... হুমায়ূন আহমেদ তার প্রায় প্রতিটা লেখায় একটা লাইন ব্যাবহার করতেন," সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেল", বা " তার মানুষকে বিভ্রান্ত করার ক্ষমতা অসাধারন"। হিমু হচ্ছে এমন একটা চরিত্র যাকে দিয়ে হুমায়ূন আহমেদ পুরো যুব সমাজকেই বিভ্রান্ত করেছেন। ত্যাগ, সাধনা, সৃষ্টি, সামাজিক মূল্যবোধ এর কিছুই হিমু আমাদেরকে শেখায়না। শেখায় ভ্রান্ত জীবন দরশন।
এবং আমরা বিভ্রান্ত হতে ভালবাসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।