আমাদের কথা খুঁজে নিন

   

সরকারে কর্মকর্তা

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

সরকারী কর্মকর্তার তথা সরকারী দফতরে যেতে হয়েছিল দাপ্তরিক কাজে। এজেন্ট এর মাধ্যমে কয়েকদিন পুর্বে জানতে পারি আমাদের জন্য সাক্ষাতের সময় দেয়া হয়েছে সকাল ১০(দশ)টায়। আমার অন্য সহকর্মী জানালেন "ফেরদাউস ভাই দেরি কইরেন না। ওনারা সময়ের ব্যপারে বিশেষ যত্নবান"। সেটা খেয়াল করত বাসা থেকে নিজের দপ্তরে না গিয়ে ১৫০টাকায় সিএনজি ভাড়া করে সরাসরি ঐ সরকারী দপ্তরে পৌঁছলাম পনেরো মিনিট আগে।

আগে পৌঁছলাম, দূর্ভাগ্যক্রমে কোন জ্যম রাস্তায় পেতে হয়নি। টাইম কিল করি রেস্তোঁরায় প্রয়োজন না থাকাতেও এক কাপ চা সেবনে। ১০টা বাজার পাঁচ মিনিট পূর্বে নির্ধারিত সাক্ষাত দাতা সরকারী কর্মকর্তার দপ্তরের বাইরে খোলা আহ্বান কক্ষে বসতে বলা হল এজেন্ট এর পক্ষ থেকে। আহ্বান কক্ষে বিদ্যুৎ চলে বিকল্প কোন ব্যবস্থা করা হয় নি। তবুও উনারা জনগনের সেবায় নিয়োযিত।

সংগে সহকর্মী, "সার ব্যস্ত আছেন মিটিংএ দেরী হবে" উত্তর এলো বাহিরে থাকা এমএলএসএস এর পক্ষ থেকে। এর মধ্যে আমাদের এজেন্ট সরকারী কর্মকর্তার গুনগান গাইতে শুরু করলেন। "সার খুব সৎ, উনি এই ঢাকায় আছেন গত বার বছর ধরে। " সরকারী কাজে কাজ করে সৎ থাকা এক ধরন, আর কাজ না করে সৎ থাকা আরেক ধরন, আমাদের এজেন্ট কোনটা বোঝালেন বা বোঝাতে চাইলেন বোঝা গেল না। সরকারের বহু বিভাগ আছে যেখানে কয়েক কাপ চা সেবন করে দৈনিক পত্রিকাটি উপর-নিচ প্রতিটি বাক্য পড়ে (কোন কাজ না করে), "এই দেশে আর থাকা গেলনা " উক্তি করেও দিন পার করা যায়।

অনেক বিভাগ আছে যেখানে সরকারী কর্মীরা শুধুমাত্র হাজিরা দিয়ে নিজের কাজে বেরিয়ে পরেন। এই দ্বিতীয়টার সংখ্যাই অধিক বলে আমার ধারনা। দশটার জায়গায় ১১টায় এক ঘন্টা অতিবাহিত হওয়ার পর "অতিরিক্ত কমিশনার" আমাদের সাক্ষাত দিলেন। দেরি করার জন্য কোন দূঃখ প্রকাশ তো করলেন ই না, সাক্ষাতের জন্য কোন ভাল অবস্থানে আসনও দেখিয়ে দিলেন না বসার জন্য। যেটাতে বসতে ইঙ্গিত করা হোল ওটাতে বসলে ওনাকে সরাসরি দেখা যায় না; এটা আবার কোন ধরনের সাক্ষাত।

আমি আমার দপ্তরের আবেদন পরিবেশন শুরু করলাম। কিছুক্ষন বক্তব্য দাঁড়িয়ে উপস্থাপন করার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন, "আপনি কে?" মুখে বলার পর আমি আমার বিসনেস কার্ড ওনাকে দেই। ঐ কার্ড এ আমি বিসিএস ৮২র সদস্য লেখা আছে। তিনি বিসনেস কার্ড দেখলেন না। আমি ভাল করে জানি ওনারা (আরও চার জন উপবিস্টি ছিলেন) বিসিএস ৮২ এর পূরবের নন।

প্রায় আধ ঘন্টা যাবত এইচ এস কোড এর সপক্ষে বক্তব্য পরিবেশন করার পরও মনে হোল না ওনারা আমার বক্তব্যে একমত হলেন। বলার চেষ্টা করলাম আমাদের কোম্পানী অবকাঠামো তৈরী করনের কোম্পানী, যা মালামাল আনা হয়েছে এগুলো নতুন প্রযুক্তির, অনেকগুলো আপনার এইচ এস কোডের মাঝে স্বমন্নিতও করা যায় না। ওনারা যা বোঝালেন কোডের মধ্যেই ফেলতে হবে। ওনার সামনে বিমান বন্দরের ক্যমেরা প্রদর্শিত করনের একটি মনিটর আছে দেখলাম। আর আছে এইচ এস কোডের বিস্তারিত প্রদর্শনের ডাটাবেসের পাতাটি।

ভালই আছেন সিদ্ধান্ত বিহীন বা নিজ সময় অনুসারে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারী কর্মকর্তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.