সরকারে ভালো কাজ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের ২১ আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় সাত ছাত্রের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে অব্যাহতি দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মাদ আলী হোসাইন মামলা প্রত্যাহার আদেশ দেন।
গত মঙ্গবার সরকারী আইনজীবী সাইফুল ইসলাম মামলা প্রত্যাহারের আবেদন জানান।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলার সময় এক ছাত্রের সঙ্গে জিমনেসিয়ামে অবস্থান নেয়া সেনা ক্যাম্পের সেনা সদস্যদের প্রথমে বাদানুবাদ হয়।
এ সময় তারা শিক্ষক ও ছাত্রদের লাঞ্চিত করে।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্ররা রাজপথে নেমে আসে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রদের কয়েক দফা সংঘর্ষ হয়। এক পর্যায়ে তা সারাদেশে ছাত্রবিক্ষোভ আকারে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় জরুরি অবস্থা মধ্যে কয়েকদিন অচল হয়ে পড়ে রাজধানীসহ গোটা দেশের শিক্ষাঙ্গন।
জারি করা হয় কারফিউ। বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।
পরে ২৩ আগস্ট শাহবাগ মোড়ে সেনা বাহিনীর একটি গাড়িতে হামলার অভিযোগে মামলা করা হয়। মামলায় আসামি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ ছাত্রকে। ২৫ ছাত্রের মধ্যে ১৮ জন অভিযোগ থেকে মুক্তি পেলেও সাতজন আসামি থেকেই যায়।
সাত ছাত্রের বিরুদ্ধে বুধবার মামলা প্রত্যাহার করে নিল সরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।