অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস
বর্তমান আওয়ামী লীগ সরকার মতায় আসার পর নির্বাচনী প্রতিশ্র“তি পালন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
বিদ্যুত, গ্যাস ও পানি সংকটে আজ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষের আজ ত্রাহি ত্রাহি অবস্থা। ঢাকার মানুষ যে কী অশান্তি ও কষ্টে আছে তা লিখে বা বলে বোঝানো যাবে না।
কিন্তু বিষয়টি মিডিয়ায়ও তেমনভাবে আসছে না।
সঠিকভাবে সমালোচনা করছে না মিডিয়া। সরকারও তাই তেমন দুশ্চিন্তাগ্রস্ত নয়।
মানুষ আজ নিরাপত্তা হীন। বিচার পাচ্ছে না। চারদিকে খুন, ধর্ষণ, সাংস্কৃতিক আগ্রাসন।
দ্রব্য নাগালের বাইরে। সর্বত্র দলীয় ও আত্মীয়করণ।
বিডিয়ার বিদ্রোহ মোকাবেলা করতে না পারায় দেশপ্রেমিক, উদীয়মান তরুণ মেধাবী সৈনিকরা নিহত হল।
ইডেনের ঘটনাটিও সঠিকভাবে মিডিয়ায় এল না।
কিন্তু তবুও সরকার তেমন কোন বাধা বা সমালোচনা ফেস করছে না।
কিন্তু এসব যদি বিএনপি সরকারের সময় হত তাহলে চারদিকে নিন্দা, ঝড়, বাধা, মিছিল, ব্যর্থতার অভিযোগ, হরতাল-অবরোধ প্রভৃতিতে অচল হয়ে যেত দেশ। সরকার পতনের আন্দোলনে কেঁপে উঠত দেশ। বিদেশীরা নাক গলাত। মিডিয়াও ঈগলের দৃষ্টি নিয়ে শকুনের মত তেড়ে আসত সরকারের দিকে। কিন্তু এখন?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।