সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “আগামী ১৫ মার্চ উপজেলা পরিষদের তৃতীয় দফা নির্বাচন হবে। গত দুইটি নির্বাচনেও তারা ভোট কেন্দ্র দখল ও ব্যালট পেপারে সিল মারার মহোৎসব করেও জনগণের ভোট নিজেদের পক্ষে আনতে পারেনি। আগামীতেও তারা একই কাজ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ”
“নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের দ্বারা সম্পূর্ণভাবে বশীভূত। এরাই উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে মস্তবড় বাধা।
”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
সংবাদ ব্রিফিংয়ে শীর্ষ নেতাদের জামিন বাতিলের আবেদনের নিন্দা জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করার জন্য নানাবিধ মিথ্যাচারের বৃত্ত রচনা করা হয়েছে। সে বৃত্ত যাতে নেতা-কর্মীরা অতিক্রম করতে না পারে সেজন্য রাষ্ট্রযন্ত্রকে নিষ্ঠুরভাবে সরকার ব্যবহার করছে।
”
এরই অংশ হিসেবে নাকশকতার অভিযোগে ‘মিথ্যা মামলায়’ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পাচ নেতার জামিন বাতিল করার আবেদন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রোববার নাশকতার মামলায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫ নেতার জামিন বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বাকি চারজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম ও ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।