আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের বিরুদ্ধে আসলে কঠোর আন্দোলন করা উচিত পোলাপাইনরে পাবলিকে জায়গা দিবার পারোনা আবার বেসরকারীতে ভ্যাট

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবি থাইকা শুরু কইরা সবাই দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করনের লাইগ্যা গলা ফাটাইয়ালতাছে। ২০০২ এর নকলের বিরুদ্ধে সুচারু অভিযানের পর থেইকা এসএসসি এবং এইচএসসির রেজাল্ট একটা গণ ব্লিপ্লব শুরু হইছে। সেইটারে টাইন্যা নেওয়ার কোন নাম নাই। পোলাপাইনরা আইজকাল ৫ পাইয়াও কোন ইউনিতে চান্স পায়না।

তো ওরা কি লেখা পড়া ছাইড়া দিবো? ইন্টার পাশ কইরা কি বাস টিকিটের মাস্টর হইবো? প্রাইভেট সেখানে আশার আলো। অনেক ছাত্র ছাত্রী এখন প্রাইভেট থেকে বের হয়ে ভালো ভালো জব করতাছে। জব দ্যানেওয়ালেদের না পুষাইলে অবশ্যই এদেরকে নিতোনা। মাননীয় সরকার যদি পারেন আগে ইউনিভার্সিটির সংখ্যা বাড়ান তারপর না হই বেসরকারীর উপর ট্যাক্স বসাইয়েন। মন চাইলে বন্ধ কইরা দিয়েন।

জন সংখ্যা বাড়তাছে এখনো যদি মনে করেন যে আগের সিটেই মেধা যাচাই করবেন তাইলে সেই ভুল কার? আগে পাশ করতো ৩০-৪০% এর মতো আর এখন ৭০-৮০%।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.