আমাদের কথা খুঁজে নিন

   

ঘুণপোকা হবোনা

sorry vai বাড়ে রাত কাধে হাত দুখী বন্ধুর নিশ্বাস, হেলে চাদ আখিপাত ঝরঝর অবিশ্বাস। সোনা রোদ কি অবোধ ডাকে আয় সকালে, কি শহর অকরুন আমাদের আকালে। ছুটি নাই তবু ধাই হৃদয়ের মেঠোপথ, ছুটে যায় অবেলায় আমাদের মনোরথ। কি যে সুখ সুখে বুক বাধিলেও ভাঙচুর, চুরি যায় রোজ হায় আমাদের সোনা ভোর। কালো ঘুড়ি চাদ বুড়ি ছুটি চাই ছুটি নাই, এত উড়া এত বুনা প্রহসন লাগে ভাই। চাদ মাখি ঘুম শিখি ঢো মারি আধারে, এই ভালো সখা করি নিজ মন গাধারে। তোমাদের করিডোর থাক ওথা যাবনা, তোমাদের সুখপুরে ঘুণপোকা হবোনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।