সম্প্রতি সরকারের এক কর্তাব্যাক্তির এক মন্তব্য ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তিনি মন্তব্য করেছেন মেয়েদের আরো "ফ্রি" ভাবে চলাফেরা করা উচিত। তার এই মন্তব্যে পর মোটামুটিভাবে ব্যাপক সমালোচনা শুরু করেছে "মৌলবাদী গোষ্ঠী"। অথচ তিনি মেয়েদের পোশাক পরিধানে যে সাতটি মূলনীতি ইসলামে রয়েছে তার প্রতিধ্বনি করেছেন।
আজকাল মেয়েরা যেভাবে আটোসাটো কাপড় পরে হাটে সেইটা সত্যিই দৃষ্টিকটু।
অথচ ইসলাম মেয়েদের কাপড় পরিধানের যে মূলনীতি দিয়েছে তার একটি হচ্ছে মেয়েদের কাপড় হবে এমন ঢিলাঢালা কাপড় যাতে তাদের শরীরের উচুনিচু রেখা ফুটে না ওঠে।
এইটা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে খুব খারাপ লেগেছে কারণ তিনিও মুসলমান। তাই তিনি মেয়েদের আরো ফ্রি হয়ে চলাফেরা করতে বলেছেন তার মানে আটোসাটো কাপড় না পড়ে ঢিলাঢালা কাপড় পরার জন্য উদ্বুদ্ধ করেছেন। ইসলামে মেয়েদের কাপড় পরার জন্য মোটামুটিভাবে যে সাতটি মূলনীতি রয়েছে সেগুলো হল:
১. পোশাক অবশ্যই পুরো শরীরকে আবৃত করবে শুধুমাত্র হাত , পা দেখা যাবে। মুখমন্ডল খোলা রাখার বিধান ও রয়েছে।
২. কাপড় এতটুকু সুক্ষ হবে না যাতে তার ভিতরে দেখা যায়। রাসূল সা. বলেছেন এমন সময় আসবে যখন মেয়েরা কাপড় পরবে কিন্তু তারা আসলে উলংগ।
৩. পোশাক এমন ঢিলাঢালা হবে যাতে শরীরের রেখা দেখা না যায়।
৪. নারীর পোশাক অবশ্যই পুরুষের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ হবে না।
৫. অবিশ্বাসী নারীর পোশাকের সাথে অবশ্যই বিশ্বাসী নারীর পোশাকের সাদৃশ্য থাকবে না।
৬. কাপড় এমন হবে না যাতে অন্যকে আকৃষ্ট করে।
৭. পোশাক এমন হবে না যাতে অহংকার জাগ্রত হয়।
তো প্রিয় পাঠক আসুন মন্ত্রীকে বাহবা কারণ তিনি মেয়েদেরকে ইসলামের শ্বাশ্বত বিধান পালনের জন্য মেয়েদেরকে আহবান করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।