আমাদের কথা খুঁজে নিন

   

অবহেলিত মাছি

maanush84@yahoo.co.uk

কবিতার সবুজ মাছিগুলোর বড় নিশ্চিন্ত উড্ডয়ন আজকাল ঝলমলে রঙীন ডানা ঝাপটানো শব্দ সময়ের স্রোতে দিব্যি বিবর্ণ হয়ে আসে ব্যস্ত বধির কর্ণ যুগল ইদানিং ভ্রুকুটি হানে না আর। পচে যাওয়া মন খেয়ে খেয়ে ফুলে ফেঁপে মগজের ডোবায় বাসা বেঁধে বসে থাকে উড়ে যায়, উড়ে আসে। কবিতার সবুজ মাছিদের আনাগোনায় নিয়ত ধাবিত দুচোখের ভ্রুক্ষেপ নেই আর। ‌ ক্ষয়ে যাওয়া হাতে এখন রাজ্যের ব্যস্ততা এখন আর মাছি মারা হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।