আমাদের কথা খুঁজে নিন

   

অবহেলিত তাহিরপুরের কথা



সুনামগঞ্জ জেলার অবহেলিত এক জনপদের নাম তাহিরপুর। প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যের কমতি না থাকলেও যোগ্য নেতৃত্বের অভাবে তাহিরপুরবাসিকে এই বিশ্বায়ন ও কম্পিউটারের যুগেও ২০ কিলোমিটার দূরের জেলা সদরে পাঁয়ে হেঁটে যাতায়াত করতে হয়। এ যে কত কষ্ট আর লজ্জার তা কেবল ভূক্তভোগিরাই বুঝে। কালো টাকার মালিকদের অবৈধ প্রভাব আর অনিয়মই এখানে নিয়ম। স্থানীয় সরকার নির্বাচনগুলিতে কালো টাকা আর পেশী শক্তির প্রাধান্য থাকে সবসময়।

নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিরা জনসেবার পরিবর্তে জনশোষন করা তাদের অন্যতম দায়িত্ব হয়ে পড়ে। গ্রামীন ভাঙ্গা রাস্তা-ঘাট গুলি মেরামতের পরিবর্তে নিজস্ব লোক দিয়ে বাঁশের চাঁটাই পেতে ইচ্ছেমত টোল-ট্যাক্সের নামে যুগ যুগ ধরে চাঁদাবাজি করে যাচ্ছে,যেন এটাই নিয়ম। বেশিরভাগ জনপ্রতিনিধিদের এই অবস্থা দেখে প্রশাসনের দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা তাদের পক্ষালম্বন করে অবৈধ আয়ের হিস্যা আদায়ে বেশ কর্মপটু বলে মনে হয়। কোন শিক্ষিত সচেতন নাগরিক এসব অনিয়মের প্রতিবাদ করলে প্রশাসন ও সুবিধাবাদী মহল যৌথভাবে তা প্রতিহত করতে এগিয়ে আসে। যার ফলে কেউ প্রতিবাদ করতে চায় না।

----এ অনিয়ম আর কতকাল তাহিরপুরবাসীকে জিম্বি করে রাখবে ? আবুল হোসেন (সাংবাদিক ও কলামিষ্ট )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।