-
স্ট্রাকচার ক্লাসে যেয়ে বেঞ্চিতে বসে
বেন্ডিং মোমেন্টের হিসাব করা হলো না।
ক্যাফেটেরিয়ার কোনার টেবিলে
বসে থাকি সুখী সুখী ভাব ধরে।
সিগারেটের শেষ প্রান্তে এসে গেলে
জোরে টান দিয়ে ছুঁড়ে ফেলি ফিল্টারটি।
অতঃপর, দীর্ঘশ্বাসের সাথে ডুয়েট করে
ধোঁয়াটুকু সরু করে ছেড়ে দিই হাওয়ায়।
যত্রত্ত্র মার্কা আমার এ জীবন
সাজানোর ঠিকা নিয়েছিল একজন,
তার চুম্বন বয়কট করেছে আমার
সিগারেটে পোড়া ঠোঁট দুটিকে ।
শেষে সে কিনা বিনা নোটিশে
ময়দান ছেড়ে করলো পলায়ন!
সঞ্চিত রঙীন ফুলগুলো তাদের সুবাস আর
শোভা হারিয়েছে রোদ-বৃষ্টিতে জ্বলে-পুড়ে।
ধুলি জমেছে বিস্তর ,বেসুরা স্প্যানীশ গীটারে।
শুধু স্ট্রিং ছয়টিই লটকে আছে আয়েশ করে।
আমি এখন আমার আমিতেই আছি।
সুখী মানুষের জামা গায়ে দিয়ে
এক কোনায় ঘাপটি মেরে বসে থাকি-
বসে বসে মানুষ আর তাদের কারবার দেখি।
অবহেলা শব্দটা কিন্তু আজকাল বড্ড অভিমানী হয়েছে;
তাচ্ছিল্য ভরে সব ছেড়েছুড়ে সেও হলো বিবাদী।
আজকাল সিগারেট খাওয়াটা বেড়েছে,
আর কমেছে সময় করে তিনবেলা খাওয়া।
হাতের আঙ্গুলের ফাঁক ফোকরে শুধু
ম্যাচের বারুদের নেশা ধরানো গন্ধ।
আর তাই, থেকে থেকে ছাইদানী আর ফুলদানী
এক হয়ে ভেসে ওঠে আমার নিথর দু’চোখে । ।
ছবি সূত্রঃ
Click This Link standing with flowers&f=t&FindID=0&P=6&PP=15&sortby=PD&cname=&SearchID=
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।