আমাদের কথা খুঁজে নিন

   

অবহেলিত

সন্ধি মুহিদ

বড় কোন অসুখ যদি হতো,
বিছানার সাথে লেপটে পড়ে থাকতাম,
একটু একটু করে কমে আসতো জীবনীশক্তি,
তবু হয়ত তোমার স্নেহের নজর পেতাম না।

মনে মনে সেই কবেই মরে গিয়েছি,
বোকা তুমি, বুঝতেই পারো নি।
বাঁচাতেও পারো নি।
অবহেলায় তোমার সামনেই ধুঁকে ধুঁকে মরলাম।

হাউমাউ করে কষ্টের জল চোখ বেয়ে নেমেছে,
আমার দীর্ঘশ্বাস যেন আকাশ ফুঁড়ে দিয়েছে,
কখনো তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারি নি।
আচ্ছা, আমার দৈহিক মৃত্যুর পরে একটু কাঁদবেও না?

অবহেলিত
সন্ধি মুহিদ
২০/১/১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।