আমরা সমাজের অবহেলিত পথশিশু
হয়তো এরই মধ্যে আছে কোনো শিশু।
আমাদের কেউ দেখেও দেখেনা-
আমাদের কথা কেউ শুনেও শোনেনা।
সবাই করে যায় অতি অপরিচিতের ব্যাবহার-
কারন আমাদের নেই টাকা,নেই নির্দিষ্ট কোনো আহার।
আম্রা সমাজের বুকে নিপীড়িত নির্যাতিত
তাই সবার পাদুকায় হই দলিত মথিত।
আমাদের নেই কোনো উৎসব,নেই রং-এর বাহার!
আমরা লড়াই করি শুধু বেঁচে থাকবার।
আমাদেরও আছে সমাজের বুকে প্রতিষ্ঠিত হবার আশা,
কিন্তু সেই প্রানোচ্ছল দিবাস্বপ্ন শুধুমাত্র দুরাশা।
আমাদের অস্তিত্তের কেউ করতে চায়না ব্যাখা-
তাই "অবহেলিত পথশিশুই" আমাদের আখ্যা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।