আমি বর্ষার মেঘ হয়ে উড়ে ছিলাম
তোমাকে ছুয়ে দেব বলে,
পারিনি!দুষ্ট বাতাস আমাকে ঠেলে দিয়েছে
তাই দূর হতে দূরে গিয়েছি চলে।
তোমার সান্নিধ্য পেতে পড়ন্ত বিকেলে
ঝিরিঝিরি বাতাস হয়ে তোমার চুলে খেলে গেছি,
তুমি উদাস আনমনে থেকেছ
বোঝনি!কখনও বোঝতে চেষ্টা করনি।
পূর্ণিমা রাতে যখন আকাশ পানে তাকিয়ে থাকতে
তারা হয়ে তোমায় দেখেছি আমি,
সাহস পাইনি কখনও কাছে আসতে
শেষে যদি রেগে যাও তুমি।
আমি বালি চরে তাসের ঘর গড়েছি
ভেঙ্গেছ সে ঘর তুমি বারবার,
জানি না এ তোমার উদাসিনতা না অবহেলা
সিদ্ধান্তহীনতা নাকি এ সাহস দৃঢ়তার।
মাঝেমাঝে তুমি দূরন্ত বৈশাখের মত
আমার কাছে ছুটে এসেছ,
খানিক থেমে ক্লান্তি ঝেড়ে
দূর বহু দূর দিয়ে বয়ে গেছ।
ভাংতে চেয়েছ তুমি আমার কুল
অবশেষে নিজেও জ্বলেছ,
বিপরীত মেরুর মত টেনেছ কখনও কাছে
কখনও স্ব-মেরুর মত দূরে ঠেলেছ।
শরতের আকাশের মত
ক্ষণ বদলানো তোমার মন,
দিক ভ্রান্ত পথিকের মত আমি
তোমার অন্ত খুজে অবসন্ন একজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।