হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
দীর্ঘশ্বাসে কী থাকে?
কোনো অব্যক্ত কথা? অতীতচারী গল্প?
দীর্ঘশ্বাসে কি খুঁজে পাই কোনো কান্নার শব্দ?
দুঃখের ছায়া? না পাওয়ার ব্যথা?
জানো, দীর্ঘশ্বাসে কী থাকে?
জানো না!
দীর্ঘশ্বাসে বলো তবে কী থাকে?
শেষ চিঠির নীল কষ্টগুলো?
গলার ভেতরে দলাপাকানো অভিমান?
মধ্যরাতে নির্ঘুম এপাশ-ওপাশ ফেরা?
নাকি পড়ন্ত বিকেলে একা হেঁটে চলা
গন্তব্যহীন....... নিঃসঙ্গ পথ সাথী করে?
দীর্ঘশ্বাসে কি থাকে শুনতে চেয়ো না!
বেদনার নোনা জলে বিষাদ এঁকে
ভুলতে চাই তোমায়-
বুকের গোপন কুঠুরী থেকে নিগর্ত
কোনো চেনা দীর্ঘশ্বাসকেই আকঁড়ে ধরে.....
কিন্তু বলো কিভাবে বিস্মৃত হই?
দীর্ঘশ্বাসে যে তুমি থাকো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।