আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘশ্বাস



নিশ্চুপ নিরালায় দেখেছি তোমায় একাকী সন্ধ্যায় দাঁড়িয়ে আছো ব্যাগ হাতে ট্রেনের অপেক্ষায়। সেদিন আকাশে জমেছিলো শ্রাবনের মেঘ,বহিরে দমকা হাওয়া হিমহম - কৃষ্ণচূড়ার ডালে একটি কাক শক্ত পায়ে আঁকড়ে ছিলো এতটুকু উষ্ণতার আশায়। আমি তোমার খানিকট দূরে আড়লেই ছিলাম , পাছে ধরা পড়ে যাই- চোখে চোখে। তুমি আড়চোখে তাকিয়েছিলে আনমনে দু’একবার, হয়ত দেখেছিলে চেনা আর অচেনার অস্পষ্ট আলোয়। কেমন আছ নন্দীনি ?পেরেছ কি আমায় ক্ষমা করতে আজ এতকাল বাদেও- জানি কোন লাভ নেই : এগারোটি বছর, আর ফিরবে না । জীর্ণ প্লাটর্ফমের নিভু নিভু আলোয় দাঁড়াবে না আর ক্লান্ত অতীত তোমার আর আমার মুখোমুখি। তবুও ভালবাসা আড়িপাতে হৃদয়ের কার্নিশে ,কাঁদে মন- সবটুকু ভুল মুছে চোখের নোনতা জলে। অতঃপর একটা দীর্ঘশ্বাস : (ভালো থেকো) মিশে যায় ট্রেনের হুঁইশেলে। সুনয়ন ১৪।১০২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।