[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]
আমি যে সামহোয়্যারইনব্লগে লিখি সেটা মনে হয় কারো তেমন একটা ভাল লাগে না। কারণ হিসেবে বলা যেতে পারে আমার লিখার বিষয় নির্বাচন ভুল কিংবা সময়ের সাথে তাল মিলিয়ে লিখতে পারিনা কিংবা লিখাগুলো লিখা পর্যায়েই পরে না। যদিও পর্যায় সম্পর্কে আমার কোন ধারণা নেই।
আমার পোস্টে একদিন কালপুরুষ মন্তব্য করেছিলেন। আমার কাছে সেটা ছিল স্বপ্নাতীত একটা একটা বিষয়।
কিযে ভাল লেগেছিল। তার মত একজনেরও আমার মত অধমের লিখাটা ভাল লেগেছে। তারপরে তিনি আমার আর কোন পোস্টে মন্তব্য করেননি বোধহয় আর কোন লিখা ভাল লাগেনি।
কোন একটা পোস্ট দেয়ার পর তাতে কোন মন্তব্য না আসলে মনটা একটু দমে যায়। বারবার ঘুরে ফিরে এসে দেখি কোন মন্তব্য পড়লো কিনা।
এই করে করেই মনে হয় আমার হিট সংখ্যা বেড়ে যায়। তারপরও পুরানো মন্তব্য গুলো পড়ে আবার নতুন উদ্যমে লিখি। পোস্টে মন্তব্য পাওয়াটা হল পাশে দাঁড়িয়ে উৎসাহ দেয়ার মত।
"আজকে আমি ভাতের মধ্যে লেবু চিপে ডাল দিয়ে মেখে আলু ভর্তা দিয়ে খেয়েছি"- এরকম পোস্টের চেয়ে আমি মনে করি আমার পোস্ট গুলো অনেক ভাল। যদিও আমি স্বীকার করছি আমার এরকম কিছু পোস্ট আছে।
আমার বাসার সবাই আমার লিখগুলো নিয়ে খুব হাসাহাসি করে। আমার দুলাভাইয়ের ধারণা এটা কোন কাজই না। এখানেও যে ভাল কিছু হয় তা তিনি কোন ভাবেই মানেন না। এজন্য আমার ব্লগিং নিয়ে কেউ কোন কথা বললে মেজাজটা খারাপ হয়ে যায়। এজন্য বাসার কাউকে জানাইনা যে কি লিখছি।
যারা আমার এই লিখাটা পড়ছেন তাদের বলছি, আমার লেখায় কি খারাপ লেগেছে সেটা অন্তত জানিয়ে একটা মন্তব্য করুন। এরপর নিজেকে শোধরিয়ে আসার চেষ্টা করব। তাও না করলে মন্তব্যের ঘরটা ফাঁকা রেখে ওকে করে দিন। বুঝব আপনি এসেছিলেন কিন্তু বলার মত কিছু পাননি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।