আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘশ্বাস

বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা।

কখনো সখনো আমি বদলে যাই হিংসুক হয়ে যাই নিন্দুক হয়ে যাই তোমার গায়ে ফুল তখন আমার গায়ে সে কাঁটা হয়ে যায় তুমি ফুলের সুবাস নিলে আমি পাই শুধু কীট সে ফুলে মাঝে মাঝে এ বড় আনন্দ দায়ক মনে হয় তুমি রবীন্দ্র হলে আমি নজরুলকে অথবা দিলওয়ার হলে আমি স্টালিন হয়ে যাই তুমি বৃষ্টির ছোঁয়া নাও আর আমি সে গরল লাভায় দগ্ধ হই স্তব্ধ হই তোমার এলোচুলের ঢেউ খেলানো মেঘ আমার উর্বর সরোবর অন্ধকার করে দেয় আমি ক্রোধান্ধ হয়ে আমার গলা চেপে ধরি কারণ ও কন্ঠস্বর তোমাকে ডেকে ডেকে সারা-ওকে থামাতে যে পারি নে প্রজাপতির রঙিন পাখা দেখে তুমি উদ্বেল হও সাত রঙধনুতে তুমি দিশেহারা হও হও অহংকারী অন্ধ প্রেমিকের বিলাস দেখে আমি সুধু দীর্ঘশ্বাস ফেলি তোমার মাতন দেখে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।