আমার কবিতা গুলো যখন ঝিরি বাতাস হয়ে কাশফুল ছুয়ে যায় নদীর ধারে,
স্বচ্ছ কাচ ঘেরা জানালার পাশে বসে তখন তুমি
অজস্র বৃষ্টি ঝরা দেখো কারো উষ্ণতার হাত ধরে ।
আমি যখন খুজে পাইনা কি করব এই ভেবে ...
তুমি তখন প্রচন্ড অলস বাড়ির ছাদে,
কোনো এক রৌদ্রজ্জল বিকেলে ।
নরম রোদ গুলো যেখানে সাহসী অনেক তোমার শরীরের সাথে ,
স্নিগ্ধ কপোলে ।
সোনালি রোদের ছোয়ায় জমতে থাকা বিন্দু ঘাম গুলোকে তখন
হিংসে করতে ইচ্ছে করে খুব ।
সেই তোমাকে কল্পনাতেও হাত্ড়ে খুজে পাইনা আমি...
নিঝুম রাত্রিতে তখন স্ট্রীট লাইট হয়ে দাড়িয়ে থাকা ছাড়া
কিছুই করার থাকেনা আমার...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।