আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিড়ালের কথা.............

লেখক/কবি

আমার বিড়ালটা সোনালি রঙের ! সারা দিন ঘুরে ঘুরে কাঁচা মাছ খাবার বায়না ধরে ! এভাবে নিয়মিত কাঁচা মাছ খেয়ে তাড়াতাড়ি বেড়েও উঠছে ! তিতিন ওর নাম ! তিতিন অনেক বড় হয়ে গেছে। এদিকের কোন বিড়ালই ওর সঙ্গে মারামারিতে পেরে উঠছে না। তাই অন্য বিড়াল বাসায় তেমন আসেওনা। মাঝে মধ্যে ক্ষ্যপা থাকে তখন এমনি এমনি অন্যদের কামড়ায়। এইতো সে দিন আমার ছোট ভাই কে কামড়ালো।

সঙ্গে সঙ্গে আঙ্গুল ফুলে একেবারে কলাগাছ। আমার সনিভায়ো তেও কামড়ের দাগ দেখছি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে। ইঁদুরের খোজ না পেয়ে সারা দিন তেলাপোকার পিছু ধাওয়া করে। বড় আপার বিড়াল রয় এর সঙ্গে অনেকদিন মিলে মিসে থাকলেও কয়দিন হলো ওকেও বাড়ি ছাড়া করেছে। বেচারাকে হাজার ডাকলেও আসছেনা।

ইঁদুর তিতিনের খুবই প্রিয় শিকার ! খোজ পেলেই মড়িয়া হয়ে সেটাকে পাকড়াও করে। তখন নানা ধরনের খেলা দেখা যায় ওর কাছ থেকে। কিন্তু সব সময় সেটা পাওয়া সম্ভব নয় ওর পক্ষে। তখন ও ফড়িং, ম্যান্টিস আর প্রজাপতির পিছু ধাওয়া করে বেড়ায় সারাটা দিন। আর যখন হাতের কাছে কোন শিকার ই থাকে না তখন এই ভাবে বল নিয়ে খেলে আর হয়রান হয়ে গেলে বল ধরেই কোন নিরাপদ জায়গাতে লুকিয়ে থেকে বিশ্রাম নেয়।

তিতিনের শীতঘুম এই বিশ্রামের সুজোগেই হাজির হয় আপার বিড়াল রয়। তাড়াহুরো করে তার দু'চারটি দানা-পানি পেটে চালান করে কেটে পরতে পারলেই হলো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।