হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র
একদিন রাইতে,
কয়ডা জোয়ান পোলা,
ছাদে বইসা, দেখতে ছিল
আকাশের তারা,
গাঁজা খাইতে খাইতে
মিস করতাছিল মাটি,
পা আর পাছার নিচে, আঙুলের ফাকে।
আরেকদিন রাইতে,
একটা জোয়ান পোলা,
ছনের চালার নিচে
পাইতাছিল বিবির সোহাগ।
সারাদিন লাঙল টানা,
ঘাম আর মাটির পরসে,
চোখের পাতায় ক্লান্তি লাগা ঘুম
হইতাছিল উধাও
বিবির সোহাগে, আসন্ন শিশুর হাউসে।
আরেক দিন রাইতে,
কয়ডা জোয়ান পোলা,
খোলা ময়দানে, দেখতেছিল
আকাশের তারা,
বাপ দাদার শিখানো বিদ্যায়,
চিনতাছিল পথ, হরিণের দিশা।
ধনুক হাতে মরদের গলায় ছিল,
প্রিয়ার মাথার চুলে বান্ধা,
ব্যাঘ্র দেবতার হাড়,
রক্তে ছিল শিকারের ডাক।
চোখের পাতায়, এক ফোটা ছিল নাকো ঘুম
প্রিয়ার চুলের ঘ্রানে, হরিণের রক্ত তিয়াসে।
একদিন রাইতে,
কয়ডা জোয়া পোলা,
মিস করতাছিল,
মাটির পরস, বিবির সোহাগ,
ধনুকের ছিলা আর
পূর্বপুরুষের শিকারী হৃদয়।
ছাদে বইসা, দেখতে ছিল
আকাশের তারা,
চিনতাছিল না পথ, পাইতাছিল না দিশা।
চোখের পাতায় ক্লান্তি ছিল, তবু
ঘুমটার কোথাও যাইতাছিল না পাওয়া।
একদিন রাইতে,
কয়ডা জোয়ান পোলা,
ছাদে বইসা, দেখতে ছিল
আকাশের তারা,
গাঁজা খাইতে খাইতে.........
[ডেডলক ভাইঙা গেছে, এরি মইধ্যে একখান কবিতা চইলা আইছে]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।