আমাদের কথা খুঁজে নিন

   

পতিতা নিয়ে মারামারি...



মোহম্মদ এরশাদ হোসেন (নামের আধুনিকায়ন করতে গিয়ে হয়েছেন হোসেন মোহম্মদ এরশাদ) বাংলাদেশের রাজনীতিতে এমন এক চরিত্র যার বাস্তবতা শুধু বড় দুই দলের জন্যেই নয় বরং জাতি হিসাবে আমাদের জন্যে চরম অবমাননাকর। এই সেই তথাকথিত রাজনীতিবিদ যিনি জেনারেল জিয়ার আঁকা সামরিক ম্যাপে ক্ষমতা দখল করে দেশকে ৯ বছর ধরে ধর্ষণ করে গেছেন। সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতি এবং লুটপাটকে জাতীয়করণ করে এমন এক রাজনীতির প্রচলন করে গেছেন যা জেনারেল জিয়ার ভাষায় অনুবাদ করলে made politics difficult for civic society. এই সেই কথিত "রাজনীতিবিদ" যাকে ক্ষমতা হতে সরাতে আন্দালনের নামে দেশকে অচল করতে হয়েছিল, রক্ত দিতে হয়েছিল রাজপথে, ভাঙচুরের তাণ্ডব চলানো হয়েছিল পথে প্রান্তে। এই চরিত্রহীন জেনারেলকে ক্ষমতা হতে সরাতে গিয়েই রাজনীতিবিদ হিসাবে খালেদা এবং হাসিনার পুনঃজন্ম হয়েছিল। স্বৈরাচার শব্দটা এই দুই নেত্রী রাজনীতির মাঠে এতবার উচ্চারণ করছিলেন মনে হয়েছিল রাজাকার শব্দ সরিয়ে এটাই নেতৃত্ব দেবে জাতীয় ঘৃণার তালিকা। কিন্তু আজকের বাস্তবতায় স্বৈরাচার শব্দটা ঘৃণার নয় বরং নেতৃত্ব দিচ্ছে আমাদের ভণ্ডামির মাইলস্টোন হিসাবে। রাজনীতিতে শেষ বলে না-কি কোন কথা নেই, হতে পারে তা। কিন্তু আমাদের বেলায় appropriate হবে, রাজনীতিতে চোট্টামির শেষ নেই এমনটা বললে। এই এরশাদকে নিয়ে ক্ষমতার দুই সতিন আমাদের যা উপহার দিয়েছেন তা কেবল সুন্দরী পতিতা নিয়ে দুই দালালের মারামারির সাথেই তুলনা করা চলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।