ওয়ানডে ক্রিকেটে ২০০ রানের ইনিংস ব্যাটসম্যানদের জন্য দীর্ঘদিনের জন্য ছিল একটা স্বপ্ন। অনেক দিন ধরেই সাঈদ আনোয়ারের ১৯৪ বিশ্ব রেকর্ড হয়ে ছিল। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের পথ ধরে বীরেন্দর শেবাগও করেন দ্বিশতক। এবার দুই ভারতীয়কে অনুসরণ করলেন রোহিত শর্মাও।
আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০৯ রান করেছেন ভারতীয় ওপেনার।
রোহিতের সামনে সুযোগ ছিল ওয়ানডের সর্বোচ্চ ইনিংসটির রেকর্ডও নিজের করে নেওয়ার। চার বল তখনো বাকি ছিল। আর শেবাগের রেকর্ড থেকে মাত্র দশ রান দূরে ছিলেন ওভারের প্রথম দুই বলেই ছক্কা হাঁকানো রোহিত। কিন্তু ৪৯তম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে গেলেন।
অবশ্য এরই মধ্যে একটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে তাঁর। ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড। ১৬টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত।
(বিস্তারিত আসছে)
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।