চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে হাইকোর্টের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পল্লবী থানার ওসি ইকবাল হোসেন এবিসি রেডিওকে জানান : একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যার অভিযোগে ২০০৮ সালে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রমনা থানার ওসি শিবলী নোমান জানিয়েছেন : হরতালের আগের দিন গাড়ি-পোড়ানো মামলা সহ আরো কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।
এর আগে, মুক্তিযুদ্ধের সময় হত্যার ঘটনায় কেরানিগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় জামিন আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাদের মোল্লা সহ জামায়াত নেতা কামারুজ্জামান, আলহাজ নাজিমউদ্দিন ও আবুল হাশেমকে গ্রেপ্তার ও হয়রানী না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি আব্দুল হাফিজের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
সূত্র: এবিসি রেডও ৮৯.২ এফ এম, সন্ধ্যা ৬ টার খবর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।