শুক্রবার এক আলোচনা সভায় এই নোবেল বিজয়ীর উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি সম্মানিত ব্যক্তি। আপনাকে সম্মান করি বলেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আপনাকে সর্বোতভাবে সহযোগিতা করেছি।
“কিন্তু সম্প্রতি আপনি অযাচিতভাবে নানা কথা বলছেন, নির্দলীয় সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছেন। আমার প্রশ্ন, কার কথায় আপনি নসিয়ত করে বেড়াচ্ছেন?”
বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইউনূস বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
”
তিনি আরো বলেন, “ভোটাররা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে যারা কথায় কথায় ধমক দেবে না। ”
তার উদ্দেশ্যে নাসিম বলেন, বিপদে আপদে যারা পাশে থাকে না তাদের কথা জনগণ কখনো শোনে না।
“আপনি কখনো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আপনি কখনো বক্তব্য দেননি। সাভারের রানা প্লাজা ধস নিয়ে আপনার কোনো কথা শুনিনি।
কোনো জাতীয় সংকটের সময় আপনার চেহারা দেখি না। ”
ইউনূসকে নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা।
তিনি বলেন, “আপনার গ্রামীণ ব্যাংকের কোনো ক্ষতি আমরা করছি না। আপনিও আপনার সম্মান নষ্ট করবেন না। বাংলাদেশ কীভাবে চলবে তা ঠিক করবে জনগণ এবং জনগণ।
কারো নসিয়তে চলবে না- তা দেশি হোক আর বিদেশি। ”
সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শাহবাগে গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী সাংস্কৃতিক জোট।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি মোশাররফ হোসেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।