খেলা দেখে মনেই হয়নি, এটা সেই জার্মানী যে কিনা ডিয়াগো ম্যরাডোনার দলকে নাকানি চুবানি খাইয়ে বিদায় করেছে। দোষটা জার্মানীর খেলা নয়, উরুগুয়ে নজর কাড়া পারফর্মেন্স ।
গেমটা দেখে তো আমার বেশ দুঃখই হচ্ছিল। এটাই ফাইনাল ম্যচ হবার যোগ্য ম্যচ। নেদারল্যান্ডের ক্ষণপরিবর্তনশীল লাইনআপ আর এস্পানার নিরস পাসিং ফুটবলের মাঝে গতকালের এটাক আর কাউন্টার এটাকের ম্যচটা অনেক বেশী উপভোগ্য হয়েছে, এটা বলতে বাধ্য।
আর ম্যরাডোনা যে খেলা আশা করেছিলেন মেসির কাছ থেকে সেই খেলাটাই দিয়েছেন ডিয়াগো ফরলান। ম্যচে তার ওয়ান টাচের গোলটা এক কথায় সুপার্ব।
তাই ম্যান অব দ্য টুর্নামেন্টের সম্মান ৫গোলের মালিক ফরলানই পাক।
( ছবি সংযোগ করার পদ্বতি জানিনা। তাই ছবি দিতে পারলাম না।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।