আমাদের কথা খুঁজে নিন

   

"অন্ধ আকাশের সঞ্চিত দুখে" দুখি হলো সব........

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
হৃদয়ের দক্ষিণ সীমান্ত ঘিরে দাঁড়িয়ে থাকা নির্ভীক যুবক আনমনে বির বির গুনে চলা প্রহরে প্রহরে জলের সিঞ্চনে ভিজে ভিজে একাকার উত্তুরে প্লাবন আর নিরুত্তাপ গ্রহণে ছুটে চলেছে উদাসী পথে পথে; হাতে তার বিরহী পতাকা অদৃশ্য কথনের সুরে মৃতকাব্য যুবকের কানে বেজে ওঠে অনিয়ন্ত্রিত গাড়ীর বিকট ভেঁপুর শব্দে চঞ্চল চপলা উঠানে পূব আকাশের কালো রঙা মেঘ-মল্লিকার হঠাৎ আগমনে জীবনের গভীর তলানিতে শেষ সঞ্চিত জলের শেষ প্রস্থান।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।